দ্বিতীয় সন্তানের মা হয়েছেন করিনা কাপুর খান। মঙ্গলবার সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চটপট বাড়ির দিকে রওনা দেন সইফিনা, তাই সদ্যোজাতর মুখ সেখা যায়নি।
বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই তৈমুরের ভাইয়ের নাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এ বিষয়ে সইফ কিংবা করিনা কোনও উত্তর না দিলেও, আলোচনা চলছেই।
এ বিষয়ে রণধীর কাপুর বলেন, ফের দাদু হওয়ার অনুভূতিটাই আলাদা। তবে নবজাতকের নাম কী রাখা হবে, তা এখনও ঠিক করা হয়নি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।