সইফ-করিনার ঘরে তাঁদের দ্বিতীয় সন্তান আসার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। মা হওয়ার আগে করিনা কাপুর খান জমিয়ে ‘গার্লস পার্টি’ করলেন। বেবোর ইনস্টাগ্রাম পোস্টেই সেই ছবি উঠে এসেছে।
করিনার ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে দিদি করিশ্মা কাপুর, আর তাঁদের ঘনিষ্ঠ বন্ধু মালাইকা ও অমৃতাকে। সঙ্গে মেক-আপ শিল্পী মল্লিকা ভাট রয়েছেন। ছবিটি পোস্ট করে করিনা লিখেছেন, এই স্মৃতিগুলির জন্য তিনি ভাগ্যবান। এখন শুধু নতুন করে শুরুর পালা।
দ্বিতীয় সন্তান জন্মের আগে সইফ আলি খান এবং করিনা কাপুর খান পুরনো বাড়ি ছেড়ে, তাঁদের নতুন বাড়িতে চলে যাচ্ছেন বলে জানা গেছে। এবিষয়ে সইফ বা করিনা মুখ না খুললেও, মুখ খুলেছেন অভিনেত্রীর বাবা রণধীর কাপুর। রণধীর কাপুর জানিয়েছেন, বছর কয়েক আগেই নিজেদের নতুন বাড়ি কিনেছেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। নতুন এই বাড়ি তাঁরা নিজেদের মতো করে সাজিয়েও নিয়েছেন। সন্তানদের সুযোগ সুবিধার কথা ভেবেই নতুন বাড়ি সাজিয়ে, গুছিয়ে নেন সইফ-করিনা। তাই দ্বিতীয় সন্তান আসার আগেই নতুন বাসস্থানে সইফ-করিনা যেতে চান বলে রণধীর কাপুর জানান। শোনা যাচ্ছে পুরনো বাড়িকে বিদায় জানাতেই বেবো সেখানে ‘গার্লস পার্টি’ করলেন।