প্রায় বাইশ বছরের বেশি সময় ধরে মানব সেবায় যুক্ত জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামের বাসিন্দা পেশায় চা বাগানে কর্মী করিমুল হক। প্রত্যন্ত এলাকা থেকে বাইকে করে রোগীদের আজও হাসপাতালে পৌঁছে দিচ্ছেন কারিমুল সাহেব। তাঁর এই কাজকে সম্মান দিতে তাঁকে ডাকা হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে। বিগ-বি অমিতাভ বচ্চনের সামনে হট সিটে বসে জিতেছিলেন ২৫ লক্ষ টাকা। এবার সেই টাকায় কেনা এক্স-রে মেশিন কিনে কারিমুল সাহেব পড়েছেন মহা বিপদে।
লাগাতার মানবসেবার জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেছে। এরপরই তাঁর নাম ও কাজ ছড়িয়ে পড়ে দূর দুরান্তে। দেশ বিদেশ থেকে তিনি আর্থিক সাহায্যও পেয়েছেন মানবসেবার জন্য। সেই টাকা ব্যাক্তিগত কাজে ব্যাবহার করেন না কারিমুল হক। তা দিয়ে তিনি মানবসেবা করেন। এই টাকায় গ্রামের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে নিজের বাড়িতে একটি ছোট্ট হাসপাতাল চালু করেছেন।
গত বছরের শেষের দিকে কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন বাইক এম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমুল হক।
ডাক পেয়ে তিনি অনুষ্ঠানে যান এবং সেখানে গিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে খেলায় অংশ নিয়ে ২৫ লক্ষ টাকা জিতে নেন। সেই টাকার একাংশ প্রায় ২২ লক্ষ টাকা সম্প্রতি তার হাতে এসে পৌছেছে।
টাকা পেয়েই তিনি তাঁর বাড়ির হাসপাতালের জন্য একটি এক্স-রে মেশিন বুক করেছেন। আর এই মেশিন বুক করেই তিনি মহা বিপাকে পড়েছেন।
কারণ একদিকে যেমন তাঁর হাসপাতালের কোনও টেকনিশিয়ান নেই, পাশাপাশি নেই ওই হাসপাতালের লাইসেন্স।
আর এই দুয়ের সমস্যা সমাধানের উদ্দেশ্যে শুক্রবার দুপুরে তিনি জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে দেখা করেন। পাশাপাশি তিনি সমস্যা সমাধানের জন্য আবেদন করেন।
পদ্মশ্রী করিমুল হক জানান, তিনি কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে সম্প্রতি ২২ লাখ টাকা হাতে পান তিনি। যেই টাকা দিয়ে তিনি তার মানবসেবা হাসপাতালের জন্য একটি এক্স-রে মেশিন বুক করেছেন। তিনি আরও বলেন গ্রামের অসহায় মানুষের জন্য এই হাসপাতালে তিনি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন।
তাঁর দাবি, মাত্র ২০০ টাকার এক্স-রে করতে প্রত্যন্ত গ্রামের মানুষকে ২০০০ টাকা খরচ করে রোগীকে নিয়ে শিলিগুড়ি বা জলপাইগুড়ি শহরে যেতে হয়। তাই তিনি তাঁর বাড়ির হাসপাতালে বিনামূল্যে এক্স রে পরিষেবা চালু করতে চাইছেন। সেই লক্ষ্যে একটি এক্স-রে মেশিন বুক করেছেন। কিন্তু এক্স রে মেশিন চালানোর মতো কোনও টেকনিশিয়ান নেই তাই তিনি জেলার স্বাস্থ্য আধিকারিকদের সাথে দেখা করে বিষয়টি জানিয়ে গেলেন। জেলা স্বাস্থ্যকর্তারা খুব খুশি পদ্মশ্রী কারিমুল হকের উদ্যোগে। তাঁরা সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
You must be logged in to post a comment.