অভিনেত্রী কারিনা কাপুর দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। আসছে বছরেই তার কোল জুড়ে নতুন সন্তান আসবে। তবে প্রথমবারের মতো এবারও মেয়ের মা হওয়ার ইচ্ছে পোষণ করেছেন কারিনা।
প্রথম সন্তান তৈমুরের জন্মের আগে করিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ছেলে না মেয়ে, কী হলে তিনি বেশি খুশি হবেন? সেই সময় তিনি জানিয়েছিলেন, ছেলে হোক বা মেয়ে, তার বা সাইফের তা নিয়ে কোনও সমস্যা নেই। তবে মেয়ে হলে বেশি খুশি হবেন তিনি!
সন্তান নেয়ার আগে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, ‘আমি আর সাইফ দুজনে যেখানেই যাই আমাদের একটাই প্রশ্ন করা হয়, মেয়ে নাকি ছেলে কোনটা চাই? আপনারা কি জানতে পেরেছেন? আমি শুধু বলতাম, শুনুন ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কোথায়! আমি কন্যা সন্তান এবং আমার মেয়ে হলে দারুণ লাগবে। আমি মেয়ে হয়ে বাবা-মায়ের জন্য ছেলের থেকে বেশি কাজ করেছি।’
গেল আগস্টে কারিনা-সাইফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন- ‘আমরা খুব খুশি হয়ে যাচ্ছি যে শিগগির আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে! ধন্যবাদ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য।’