বিনোদন

নারী দিবসে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ করলেন করিনা

আন্তর্জাতিক নারী দিবসে করিনা কাপুর খান সদ্যোজাত সন্তানের ছবি শেয়ার করলেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমেই বেবো দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনেন। বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানিয়েই খুদে সদস্যর ছবি প্রকাশ করেন বলিউডের এই প্রথম সারির নায়িকা।

‘এমন কোনও কাজ নেই, যা মেয়েরা পারে না।’ এমনই একটি শক্তিশালী ক্যাপশন যোগ করেন তিনি। করিনার এই ছবি দেখে ভালোবাসা জানাতে শুরু করেন বলিউডের একের পর এক তারকা। করিশ্মা কাপুর থেকে শুরু করে করিনার ননদ সাবা পতৌদি, পুনম দামানিয়া, অমৃতা অরোরা, নাতাশ পুনাওয়ালা-সহ প্রত্যেকে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।

করিনা কাপুর খান সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হন। সন্তানের জন্মের পর তার মুখ প্রকাশ্যে আনা হবে না বলে আগেই জানিয়েছিলেন সইফিনা। তাই দ্বিতীয় সন্তানের ছবি খুব সাবধানে প্রকাশ করলেও, করিনা তার নাম এখনও জানাননি।