বিনোদন

ফটোশ্যুট নিয়ে সমালোচনার মুখে করিনা

দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান। তৈমুরের  জন্মের ৩ বছর পর করিনা আবার মা হতে চলেছেন। মা হওয়ার আগে নিজের বেশ কয়েকটি ছবি বেবোকে শেয়ার করতে দেখা যায়। যেখানে বেবি বাম্প নিয়ে করিনাকে যোগ করতে দেখা যায়। বেবোর সেই ছবি প্রকাশ্যে আসতেই অনেকে তাকে ভালবাসা জানাতে শুরু করেন। যদিও করিনার এই মাতৃত্বকালীন ফটোশ্যুট প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে অনেকে কটাক্ষ শুরু করেন। শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার জন্য করিনা ওই ধরনের ফটোশ্যুট করছেন বলে অনেকে কটাক্ষ করেন। কেউ আবার বলতে শুরু করেন, অনেক মানুষ রয়েছেন, যারা পেটের দায়ে সন্তানের জন্মের আগের দিন পর্যন্ত কাজ করেন। খিদে মেটানোর জন্য কেউ সন্তানের জন্মের আগের দিন পর্যন্ত কাজ করেন, আবার কেউ আলোচনায় থাকতে বেবি বাম্প নিয়ে ফটোশ্যুট করেন বলে করিনাকে কটাক্ষ করা হয়। সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি করিনা কাপুর খান।