সম্প্রতি বাংলাদেশের ঢাকা শহরে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আসর বসে। বছর শেষের দিনগুলিতে চলে এই প্রতিযোগিতা। নৈহাটি, হালিশহর, কাঁচড়াপাড়া থেকে রওনা দিয়েছিল ২৭ জনের ক্যারাটে টিম। খেলোয়াড়দের লক্ষ্য ছিল, মডেলে জিতেই দেশে ফেরা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের সেই লক্ষ্য পূরণ হয়েছে।
নৈহাটির পশ্চিম আম্রপল্লীর যুবক কৌস্তভ চক্রবর্তী সোনা জিতে দেশকে গর্বিত করেছেন। শুধু তাই নয়, ওই ২৭ জনের টিমে বাকিরাও জিতেছেন ব্রোঞ্জ ও সিলভার। খেলোয়াড়দের সাফল্যের পাশাপাশি গোটা টিমের প্রশিক্ষক দিলীপ জানা জানান, “আমার ছেলেরা খুব ভালো খেলেছে। আমি খুব খুশি।” তবুও আত্মতুষ্টিতে না ভুগে আরো ভালো খেলার পরামর্শ দিয়েছেন প্রশিক্ষক। আগামী দিনে জাতীয় স্তরে আরো ভালো খেলার বিষয়ে আশাবাদী ক্যারাটে টিমের প্রত্যেক সদস্য।