জেলা ব্রেকিং নিউজ

আজ খুলল কপিলমুনির আশ্রম

প্রথমে লকডাউন। দ্বিতীয় ভয়ংকর ঘূর্ণিঝড় আমফান। তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাগরদ্বীপে। এই সব স্মৃতি নিয়েই ৭২ দিন পর খুলল কপিলমুনি মন্দির। শারীরিক দূরত্ব বজায় রেখেই মন্দিরে পুজো দিলেন স্থানীয় বাসিন্দারা। আপাতত শান্তির পরিবেশ।
সোমবার পুজার্চনার মধ্যে দিয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল কপিলমুনি মন্দিরের দরজা। স্যানিটাইজ করার কাজ হল গোটা মন্দির চত্বরে। ৭২ দিন পর মন্দিরের দরজা খোলার এই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের নিমাই মহারাজ, সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিম হাজরা এবং আরও অনেকে। মহিলাদের শঙ্খধ্বনির মধ্যে দিয়ে মন্দিরের দরজা খোলে। মন্দিরে ঢোকার মুহূর্তে সব দর্শনার্থীর হাতে স্যানিটাইজার দেওয়া হয়। পাশাপাশি সবাই মুখে মাস্ক পরেছিলেন।
এদিন মন্দির খোলায় কিছুটা স্বস্তিতে বাসিন্দারা। প্রথমত, কাকদ্বীপের কাছে ৮ নম্বর লটে জেটি ভেঙে যাওয়ায় স্টিমার চলাচল বন্ধ রয়েছে। কাকদ্বীপ থেকে যেতে গেলে এখন ভরসা শুধু ভুটভুটি। সাগরদ্বীপের সমস্ত অস্থায়ী দোকান ভেঙে পড়েছে। কাঁচা বাড়িরও বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। কপিলমুনির আশীর্বাদে আবার ঘুরে দাঁড়াবে সাগরদ্বীপ। এই প্রার্থনাই করছেন সবাই।