খেলাধুলা ব্রেকিং নিউজ

হৃদরোগে আক্রান্ত কপিল দেব

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। নয়াদিল্লির ফর্টিজ এসকর্টস হার্ট ইনস্টিটিউটে ‘হরিয়ানা হ্যারিকেন’–কে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী অধিনায়কের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। সূত্রের খবর, গত রাতে হার্ট অ্যাটাক হয় প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট অধিনায়কের। অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য দিল্লির হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে স্থিতিশীল প্রাক্তন ভারতীয় অধিনায়ক। অ্যাঞ্জিওপ্লাস্টিও সফল ভাবেই হয়েছে।
শুক্রবার টুইটারে কপিল দেবের অসুস্থতার কথা জানান লীনা ঠাকরে নামে এক ক্রীড়া সাংবাদিক। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আগের থেকে এখন কিছুটা ভাল রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সুস্থতা কামনা করেছেন প্রাক্তন এবং বর্তমান ভারতীয় ক্রিকেটার–সহ অসংখ্য মানুষ। কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের চাঞ্চল্যকর জয় ক্রিকেটের প্রতি ভারতীয়দের আগ্রহ–উৎসাহকে আরও কয়েকগুণ বেড়ে যায়। তরুণ সম্প্রদায়ের কাছে ক্রিকেট খেলার অনুপ্রেরণা হয়ে দাঁড়ান তিনি।
বিগত কিছু বছর ধরেই ডায়াবেটিস জনিত সমস্যার কারণে ভুগছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। কপিলের আচমকা হার্ট অ্যাটাকের কারণে একপ্রকার হতবাক তাঁর ভক্তরা। চলতি মরশুমের আইপিএলে প্রায় প্রতিটা ম্যাচেরই ভালো এবং খারাপ দিক নিয়ে নিজের মতামত তুলে ধরছিলেন কপিল দেব। কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল তাঁর নতুন লুক। লকডাউনের সময়ে মাথার চুল পুরো উড়িয়ে বেয়ার্ড লুকে ট্যুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছিলেন কপিল।