বুধবার সকাল ১১টায় জিজ্ঞাসাবাদের জন্য পরেশ পালকে হাজিরা দেওয়ার নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরেশবাবু সকাল ১০:২০ মিনিট নাগাদ CBI দফতরে পৌঁছে যান। প্রথম তলবের ৪০ মিনিট আগে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক।
সিবিআই সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের পর কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিত্ সরকার। এই খুনের পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। তারপর দায়ের হয় মামলা। আর কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার নেয় সিবিআই। তাই তলব করা হয় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ককে।
উল্লেখ্য, গত বছর ২ মে বিধানসভা ভোটের ফল বেরোনোর পর কাঁকুরগাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিত্ সরকার। ভোট পরবর্তী হিংসা মামলার সঙ্গে যুক্ত হয় অভিজিত্ খুনের মামলাটিও। পরিবারের তরফে পরেশ পাল সহ তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই ঘটনায় পরেশ পালের কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখতে চায় CBI; সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য পরেশ পালকে CBI তলব করে।
এদিকে, পরেশ পালের আগেই নিহত অভিজিত্-এর দাদা বিশ্বজিত্ সরকার চলে আসেন সিজিও কমপ্লেক্সে। CBI না ডাকা সত্ত্বেও তিনি নিজে থেকেই আসেন। কিন্তু বিশ্বজিত্বাবুর এমন ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে হাইকোর্টের নির্দেশে CBI তদন্ত শুরু করেছে, আইন আইনের পথে চলছে। পরেশ পাল তদন্তে সহযোগিতা করতে চলে এসেছেন। তাহলে কি বিনা নোটিশে তদন্তে প্রভাব খাটাতে চাইছেন বিশ্বজিত্ সরকার? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।