বিনোদন

অপর্ণার পরিচালনায় আবার অভিনয় করবেন মেয়ে কঙ্কনা

‘পিকনিক’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ’15 পার্ক অ্যাভিনিউ’ সহ বেশকিছু ছবিতে মা অপর্ণা সেনের পরিচালনায় কঙ্কনা সেন শর্মা কাজ করেছেন। আবার মেয়েকে নিয়ে ছবি বানাচ্ছেন অপর্ণা সেন। ছবির নাম ‘দ্যা রেপিস্ট’। জানা যাচ্ছে, ধর্ষণের ঘটনা, ধর্ষক এবং নির্যাতিতা-ই ছবির বিষয়বস্তু হতে চলেছে। তিন ধর্ষক এবং একটা ভয়াবহ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তাদের জীবন কীভাবে বদলে যায় তা নিয়ে ছবির গল্প এগোবে। ধর্ষণের ঘটনার পর নির্যাতিতা কীভাবে ক্ষতিগ্রস্ত হয় ছবির মূল বিষয় সেটা নয়। ভয়ঙ্কর একটা ঘটনা ঘটার পর অপরাধীদের বাড়ির লোকজন কতটা আঘাত পায়, তাদের আদর্শগত দৃষ্টিভঙ্গী কীভাবে পরিবর্তিত হয়, ছবিতে সেটাই উঠে আসবে। মার্চ মাস থেকে ছবির কাজ শুরু হবে।

শোনা যাচ্ছে, এই ছবিতে কঙ্গনা সেন শর্মা ছাড়াও অভিনয় করবেন অর্জুন রামপাল, তন্ময় ধনানিয়া। অপর্ণা সেন পরিচালিত এই ছবিটির প্রযোজনা করছে অ্যাপলাউস এন্টারটেইনমেন্ট এবং কোয়েস্ট ফিল্ম। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ছবির বিষয়ে অ্যাপলাউস এন্টারটেইনমেন্টের CEO বলেন, ”ছবিতে ধর্ষক বেশ ক্ষমতাশালী। এবং গল্পটি ভীষণই প্রসঙ্গিক। যতটা সংবেদনশীলনতার সঙ্গে গল্প বলা যায়, সেভাবেই বলার চেষ্টা করব। যৌন হিংস্রতা, পুনরুদ্ধারমূলক বিচারপ্রক্রিয়ার মত জটিল বিষয়গুলি নিয়ে কথা বলবে এই ছবি। ”

পরিচালনার সঙ্গে এই ছবিটির গল্পও লিখেছেন অপর্ণা সেন। তিনি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ”ছবির গল্প লেখার সময় আমার যেটা মাথায় ছিল সেটা হল তিন ধর্ষকের মানসিকতা।” তার কথায়, ”এদেশে কিছু শহুরে বস্তি রয়েছে। যেখানকার মানুষ শিক্ষিত হওয়ার পরও পুরনো ধ্যান ধারণা নিয়ে বাঁচে। ধর্ষক তৈরির জন্য সমাজ কতটা দায়বদ্ধ এমনই একটি কঠিন বিষয় উঠে আসবে এই ছবিতে। ধর্ষণের ঘটনার পর নির্যাতিতা কীভাবে আতঙ্কের মধ্যে দিন কাটায়। এবং ওর পারিপার্শ্বিক পরিস্থিতিত কেমন হবে, সেগুলিও ছবিতে উঠে আসবে।” এই ছবি দর্শকদের মনে কিছু প্রশ্ন তুলে দেবে বলেই পরিচালকের বিশ্বাস, যে প্রশ্ন তার মনে আগে থেকেই রয়েছে।