কংগ্রেসে যোগ দিতে পারেন জেএনইউ–এর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার। এই কথা আগেই জানা গিয়েছিল। এমনকী জল্পনা তেমনই। এবার জানা গিয়েছে, ২৮ সেপ্টেম্বর কংগ্রেসে যোগ দিতে চলেছেন কানহাইয়া। কংগ্রেস নেতাদের সঙ্গে এমনটাই আলোচনা চালাচ্ছেন জেএনইউ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ও সিপিআই নেতা।
সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর জোড়ালো হয়েছিল এই আলোচনা। কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দিলে নাটকীয় পরিবর্তন আসতে চলেছে। নয়াদিল্লির জেএনইউ-তে বিতর্কিত স্লোগানকে ঘিরে প্রথম শিরোনামে আসেন কানহাইয়া। তারপর থেকেই দেশের রাজনীতির অংশ হয়ে গিয়েছেন তিনি। এমনকী লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন।
তারপরে খুব একটা প্রচারের আলোয় দেখা যায়নি তাঁকে। বিহারের বিধানসভা নির্বাচনে সিপিআইএম ও সিপিআই-এর হয়ে তারকা প্রচারকের ভূমিকাও পালন করেন তিনি। এবার নতুন করে রাজনৈতিক ইনিংস শুরু করতে চাইছেন তিনি বল গুঞ্জন শুরু হয়েছে।
উল্লেখ্য, আগের বিধানসভা নির্বাচনে বিহারে আরজেডি এবং জেডিইউ’র নেতৃত্বাধীন জোটগুলির মধ্যে শক্ত লড়াই হলেও খারাপ ফল করেছিল কংগ্রেস। ৭০টি আসনের মধ্যে মাত্র ১টিতে জয়লাভ করতে পেরেছিল হাত এবং আরজেডি ১৪টি আসনের অর্ধেকের বেশি জিতেছিল।