বিনোদন

ট্রলের জবাব দিলেন কঙ্গনা

স্বাধীনতা দিবসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করায় আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন। নেটিজেনদের অনেকে বলতে শুরু করেন, সরকারি দল বিজেপিতে নাম লেখাতেই বেশি বেশি মোদির প্রশংসা করছেন নায়িকা।

কঙ্গনাও মুখ বন্ধ রাখার পাত্রী নন। দিন গড়িয়ে রাত আসতেই সেই ট্রোলের মোক্ষম জবাব দিয়ে দিয়েছেন অভিনেত্রী। টুইটারে তিনি লিখেছেন, ‘যারা ভাবতে শুরু করেছেন, বিজেপিতে যোগ দেয়ার জন্য আমি মোদিজির প্রশংসা করেছি। তাদের অবগতির জন্য বলছি, আমার বাড়ির সবাই কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। আমার দাদু সারা জীবন কংগ্রেস করেছেন।’ কঙ্গনা দাবি করেন, ‘গ্যাংস্টার’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই আমার কাছে রাজনীতিতে যোগ দেয়ার অফার আসতে থাকে। ‘মণিকর্ণিকা’ করার পরে বিজেপিতে যোগ দেয়ার প্রস্তাবও পেয়েছিলাম। কিন্তু আমি অভিনয় নিয়েই থাকতে চাই।’ ক্ষোভ প্রকাশ করে নায়িকা বলেন, ‘কোনো ব্যক্তির কাজের প্রশংসা করার অর্থই কি রাজনীতিতে যোগ দেয়া? এই অনর্থক ট্রোলিং বন্ধ করুন।’

এদিকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরেও দুই মাস ধরে সরব কঙ্গনা। ‘কাই পো ছে’ তারকার মৃত্যুর পর বলিউডের ক্ষমতাশীলদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নায়িকা। তার দাবি, সুশান্তের মৃত্যুর পেছনে বলিউডের রাঘম বোয়ালদের হাত রয়েছে। তিনি স্বজনপোষণ নীতির বিরুদ্ধেও কথা বলেন। এক্ষেত্রে কঙ্গনার নিশানায় রযেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর, মহেশ ভাট, সুপারস্টার সলমন খান, হৃত্বিক রোশন থেকে শুরু করে আলিয়া ভাট, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, তাপসী পান্নু, স্বরা ভাস্কর ও আয়ুষ্মান খুরানার মতো তারকারা। সুযোগ পেলেই এদের নানা ভাবে কথার খোঁচায় বিদ্ধ করছেন ‘কুইন’ খ্যাত কঙ্গনা।