বিনোদন

কঙ্গনার প্রতিবাদ

কঙ্গনা রানাওয়াত। তার অভিনয়শৈলী খুব সহজেই রুপালি পর্দায় মুগ্ধতা ছড়ায়। শুধু অভিনয় নয়, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেও এই নায়িকা আলোচনায় থাকেন। এবার নায়িকা চিনের বিরুদ্ধে ভারতবাসীকে রুখে দাঁড়াতে বললেন।

ভারতীয় সেনার ওপর চিনের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, ‘লাদাখে যেভাবে ভারতীয় জমি দখলের চেষ্টা করছে চিন, তার বিরুদ্ধে দেশের প্রত্যেক মানুষকে গর্জে উঠতে হবে। একজোট হতে হবে সবাইকে। মানসিকভাবে দাঁড়াতে হবে ভারতীয় সেনার পাশে।’

কঙ্গনা আরও বলেন, ‘চিনের পণ্য দেশের প্রত্যেকটি মানুষকে বর্জন করতে। চিনের যে সব কোম্পানি ভারতে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে একজোট হতে হবে সবাইকে।’

নিজের সোশ্যাল হ্যান্ডেলে কঙ্গনা একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ভারতীয় সীমান্তে জোর করে ঢুকে পড়ে চিন যে হামলা চালাচ্ছে, কড়া ভাষায় তিনি তার বিরোধিতা করেছেন।