কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলে কঙ্গনা রানাওয়াত ধর্ষণের হুমকি পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এই অভিনেত্রী এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, আমি সবাইকে কথা দিয়েছিলাম যে, শাহিনবাগ আন্দোলনের মতো কৃষক বিক্ষোভ নিয়েও আমি কথা বলব। বিগত ১০ থেকে ১২ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় মানসিকভাবে হেনস্তার শিকার হওয়া এবং ক্রমাগত ধর্ষণের হুমকি পাওয়ার পর আমার অধিকার রয়েছে গোটা দেশের কাছে কয়েকটি প্রশ্ন রাখার।
ভিডিওতে কঙ্গনা বলেন, যদিও প্রধানমন্ত্রী খোদ কৃষি বিল নিয়ে যাবতীয় কৌতূহল-ধন্দ পরিষ্কার করে দিয়েছেন, তবুও একটা বিষয় সাফ যে, এই কৃষক আন্দোলন পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সন্ত্রাসবাদীরাও এই আন্দোলনে অংশ নেওয়া শুরু করেছেন। তিনি আরো বলেন, আমি পাঞ্জাবে থেকেছি। আমি জানি, সেখানকার শতকরা ৯৯ শতাংশ মানুষ পাঞ্জাবকে খালিস্তান হিসেবে দেখতে চান না। দেশের টুকরো হোক ওঁরা চান না। ওঁরা ভারতেরই অংশ বলে নিজেদের মনে করেন। অরুণাচল প্রদেশ থেকে মহারাষ্ট্র, দিল্লি, সবটাই তাঁদের কাছে এদেশের অংশ। ওঁরা দেশ ভেঙে টুকরো করতে চান না। কারণ, তাঁরা সবাই দেশপ্রেমিক।
কঙ্গনা বলেন, সন্ত্রাসবাদীদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই সাদাসিধে মানুষগুলো কিভাবে সন্ত্রাসবাদীদের অনুমতি দিচ্ছেন নিজেদের নিয়ে খেলার জন্য? সন্ত্রাসবাদীরা এই আন্দোলনটিকে নিজেদের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে। আর সেটা আপনারা হতে দিচ্ছেন কিভাবে? দেশের সরল কৃষকরা কেন এটা হতে দিচ্ছেন, সেটা ভেবেই অবাক হচ্ছি।