বিনোদন ব্রেকিং নিউজ

আবারও বিতর্কের শিরোনামে কঙ্গনা, কেন ?

বিতর্ক শব্দটি কঙ্গনা রানাউতের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। বিতর্ক কিছুতেই কঙ্গনার পিছু ছাড়ে না। মঙ্গলবার ফের কাঠগড়ায় বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। তিন কৃষি আইন প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে আবারও বিতর্কের শিরোনামে কঙ্গনা।

কৃষক আন্দোলনকে খালিস্তানি বিক্ষোভের সঙ্গে তুলনা করায় মুম্বইয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। গুরু নানকের জন্ম জয়ন্তীতে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় কেন্দ্র। এই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হলেও এই সিদ্ধান্তকে একেবারেই মানতে পারেন নি এই বিতর্কিত অভিনেত্রী।

কঙ্গনা তার ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, “দুঃখজনক, লজ্জাজনক ও সম্পূর্ণ অন্যায়। সংসদে নির্বাচিত সরকারের পরিবর্তে যদি রাস্তায় বসে থাকা লোকেরাই আইন বানাতে শুরু করে, তাহলে মানতেই হবে এটা একটা জেহাদি দেশ।” এরপর কটাক্ষ করে তিনি তাঁদের সকলকে অভিনন্দন যাঁরা এটা চেয়েছিলেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘খালিস্তানি’দের নিয়ে একটি পোস্ট করেন কঙ্গনা। কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের এই প্রতিবাদকে খালিস্তানি আন্দোলনের সঙ্গে তুলনা করে শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি। এই ঘটনার পর শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মুম্বইয়ে শিখ সম্প্রদায়ের অমরজিৎ সান্ধু নামে এক ব্যক্তি। পুলিশ যাতে কঙ্গনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছেন ওই ব্যক্তি।