কঙ্গনা রানাউত এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন। জয়ললিতার বায়েপিকের পর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। ইতোমধ্যেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে ইঙ্গিত দেন কঙ্গনা। যেখানে তিনি জানান, ইন্দিরা গান্ধীর কোনও বায়োপিক তৈরি করা হচ্ছে না। এটি একটি রাজনৈতিক ছবি। যেখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন তিনি। কঙ্গনা ট্যুইট করে ইতোমধ্যেই ইন্দিরা গান্ধীকে নিয়ে তার পরবর্তী সিনেমার লুক প্রকাশ করেছেন। ইন্দিরা গান্ধীকে নিয়ে যে ছবি তৈরি করা হচ্ছে, তার চিত্রনাট্যের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে।
সম্পর্কিত খবর
ট্রলের জবাব দিলেন কঙ্গনা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
স্বাধীনতা দিবসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করায় আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন
কঙ্গনার প্রযোজনা সংস্থা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বলিউডের ‘কুইন’ খ্যাত আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত বেশ কিছুদিন ধরেই প্রযোজনার কাজ করতে চাচ্ছিলেন। নায়িকার সেই স্বপ্ন এবার পূরণ হলো
‘বিদায় মুম্বাই’
Posted on Author নিজস্ব সংবাদদাতা
শিবসেনার সঙ্গে প্রকাশ্যে সংঘাত, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এবং দেশজুড়ে চলমান বিতর্কের মধ্যেই মুম্বাই ছাড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। যাওয়ার আগে টুইটে আরও একবার মুম্বাইকে তুলনা করে গেলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে।