এখন বলিউডে কঙ্গনা রানাওয়াত নামটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। প্রথমে কঙ্গনা ও সঞ্জয় রাউতের টুইটযুদ্ধ এবং এরপর বাকযুদ্ধ নিয়ে গোটা দেশ তোলপাড়। আর এই বিরুপ পরিবেশের মধ্যেই বলিউড কুইন মুম্বাই পৌঁছলেন। ওয়াই ক্যাটেগরির সুরক্ষা নিয়েই বুধবার মুম্বাই এয়ারপোর্টে পা রাখেন কঙ্গনা।
বিমানবন্দরে কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই মায়ানগরীতে পৌঁছেছেন কঙ্গনা। মুম্বাই পুলিশের বাহিনীও ছিল। এদিন শিবসেনা বাহিনী কঙ্গনাকে এয়ারপোর্টে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে যায়। অন্যদিকে কঙ্গনার সমর্থনে মুম্বই এয়ারপোর্টে গলা ফাটাতে দেখা গেল করনি সেনাকে। এয়ারপোর্ট থেকে এদিন সোজা নিজের বাড়িতে পৌঁছান কঙ্গনা। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার দিদি রঙ্গোলি চান্দেলও।
এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে করেই হোক ৯ সেপ্টেম্বর মুম্বাইতে তিনি পা রাখবেন। সেই কথা অনুযায়ী প্রতিকূল পরিস্থিতির মধ্যেই মুম্বাইয়ে ফেরেন কঙ্গনা।