রাজ্য লিড নিউজ

৬ বছরের স্নেহার প্রাণ কাড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ছ’বছরের এক শিশুর। সেই সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে হল ১০৷ বর্তমানে ওই শিশুটির বাবা-মাও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সোমবার থেকে হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। সব রকম চেষ্টা করার পরেও শেষ রক্ষা হলো না। চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢোলে পড়ে ছোট্ট স্নেহা। সূত্র মারফৎ জানা গিয়েছে, এখনও পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মোট ৩৭ জন যাত্রী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, চাঁচল ২ নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা৷ মাহিলাল মণ্ডল মানিকচক হাইস্কুলের শিক্ষক৷ স্ত্রী ছবি মণ্ডল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা৷ দিনকয়েক আগে জলপাইগুড়িতে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন তাঁরা৷ সঙ্গে ছিল একমাত্র মেয়ে স্নেহা৷ সে ছিল দ্বিতীয় শ্রেণির পড়ুয়া৷ মঙ্গলবার স্নেহার মৃত্যুর খবর ঘোষণা করেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসক৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।