বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেন লাইনে গ্যাস সিলিন্ডার রেখে ঝালাইয়ের কাজ করার সময় লাইনে চলে আসে ট্রেন। অসুরক্ষিত ও বিপজ্জনক ভাবে ট্রেন লাইনে কাজ করার জেরেই এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। চালক এমারজেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করান।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে আলিপুরদুয়ার গামী ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস বানারহাট স্টেশনে ঢোকার আগে দেবপাড়া চা বাগান সংলগ্ন এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়। ওই এলাকায় বেসরকারি কোম্পানির মাধ্যমে ট্রেন লাইনে কাজ চলছিল। মেরামতির কাজ চলার খবর স্টেশন মাস্টারের কাছে না থাকায় তিনি ট্রেন চালককে Caution Message জারি করতে পারেননি। ফলে ট্রেন চালকের কাছেও লাইন মেরামতির খবর ছিল না। লাইনে কাজ চলার দৃশ্য দেখে তিনি এমারজেন্সি ব্রেক কষে কোনও মতে ট্রেন দাঁড়া করান। যদিও বানারহাট স্টেশনে ট্রেন আসার পর ট্রেন ড্রাইভার বা গার্ড এই বিষয়ে স্টেশনে কোনও রিপোর্ট করেননি। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বানারহাট স্টেশনের স্টেশন মাস্টার ধর্মেন্দ্র কুমার জানান, লাইনে কাজ চলার বিষয়ে স্টেশনে কোনও খবর ছিল না। বানারহাট স্টেশনে ট্রেন থামার পর লোকো পাইলট এবং গার্ড মৌখিক ভাবে জানান লাইনে অক্সিজেন সিলিন্ডার রেখে ঝালাই এর কাজ চলছিল, তিনি তা দেখতে পেয়ে এমারজেন্সি ব্রেক কষে দাঁড়া করাতে সক্ষম হন।