বাংলাদেশ

পদ্মাপারের গগনে কাঞ্চনজঙ্ঘার আত্মপ্রকাশ

করোনাভাইরাসের জেরে দীর্ঘ লকডাউন চলেছে বাংলাদেশে। তার জেরে প্রাকৃতিক পরিবেশের উন্নতি হওয়ায় এবার অক্টোবর মাসেই বাংলাদেশের উত্তর জনপদ জেলা পঞ্চগড়ে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার চূড়ার। তেঁতুলিয়া থেকে দেখা মিলেছে হিমালয় পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে। খালি চোখে এভাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখে উচ্ছ্বসিত ওপার বাংলা।
জানা গিয়েছে, প্রতি বছর নভেম্বর মাসে তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ দেখতে পাওয়া যায়। কিন্তু এবার পরিবেশ অনুকূল থাকায় অক্টোবর মাসের শেষেই দেখা গেল এই মনোরম দৃশ্য। তেঁতুলিয়া পিকনিক কর্নার–সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘার রূপ। আর এই খবর ছড়িয়ে পড়তেই কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়ায় ভিড় করেন পর্যটকরা। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের দূরত্ব ৭৫ কিলোমিটার আর কাঞ্চনজঙ্ঘার দূরত্ব ১১ কিলোমিটার। অর্থাৎ তেঁতুলিয়ার সবচেয়ে নিকটে কাঞ্চনজঙ্ঘাই।
উল্লেখ্য, মেঘ–কুয়াশামুক্ত আকাশের উত্তর–পশ্চিমে তাকালেই বরফাচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ে। বরফের শিখরে রোদ ঠিকরে পড়ে এমন ঝলমল করতে থাকে যে তা এককথায় অপরূপ দৃশ্য। তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি মেহমুদুর রহমান ডাবলু জানান, উপজেলার পিকনিক কর্নারে এসে অনেক পর্যটক কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করেন। তাই উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে পিকনিক কর্নারকে নতুন করে সাজানো হয়েছে। এবার আগে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ায় আনন্দে বিহ্বল তেঁতুলিয়াবাসী এবং পর্যটক মহল।