আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। তবে এখনও পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট বরাদ্দ ঘর পাননি। সূত্রের খবর, দ্রুত হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হতে চলেছেন তিনি। তাই নিজের কয়েক মিলিয়ন ডলারের বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন কমলা। আর এই খবর মার্কিন মুলুকে চাউর হতেই জোর চর্চা শুরু হয়েছে।
জানা গিয়েছে, সান ফ্রান্সিসকোতে নিজের অ্যাপার্টমেন্টটি বিক্রি করতে চলেছেন আমেরিকার সেকেন্ড লেডি। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি পদে থাকাকালীন এই বাড়িটি কিনেছিলেন তিনি। বাড়িটির বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯৯ হাজার ডলার। এখানের একতলায় রয়েছে ডাইনিং রুম, অফিস। দ্বিতলে রয়েছে একটি বেডরুম, বাথরুম এবং হল ঘর। চার বেডরুমের এই অ্যাপার্টমেন্টে রয়েছে একটি সুইমিং পুল। ২০০৪ সালে এটি কিনেছিলেন কমলা। আপাতত প্রেসিডেন্ট জো বিডেনের গেস্ট হাউসেই ঠাঁই হয়েছে কমলা হ্যারিস এবং তাঁর স্বামী ডগলাস এমহফ।
উল্লেখ্য, নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার ২৫০ বছরের ইতিহাসে প্রথম কোনও কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট হন ক্যালিফোর্নিয়ার এই সেনেটর। আমেরিকার ইতিহাসে মাত্র দু’জন মহিলা ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তাঁদের কেউই নির্বাচিত হতে পারেননি। মা শ্যামলা গোপালন হ্যারিসের মেয়ে কমলাদেবী হ্যারিস সংক্ষেপে কমলা হ্যারিস কখনওই তাঁর নিজের শিকড়কে ভোলেননি। আত্মকথায় লিখেছেন, শ্যামলা গোপালন হ্যারিসের মেয়ে—এই পরিচয়টুকুর থেকে বড় কোনও সম্মান পৃথিবীতে হতে পারে না।
