দেশ ব্রেকিং নিউজ

৩০ জুন পর্যন্ত বন্ধ কামাখ্যা মন্দির

কেন্দ্র এবং রাজ্য সরকার ৮ জুন থেকে মন্দির খোলার কথা বললেও গুয়াহাটির বিখ্যাত কামাখ্যা মন্দির ৩০ জুন পর্যন্ত বন্ধই থাকছে। হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তীর্থক্ষেত্র ৫১টি সতীপীঠের অন্যতম। মন্দিরের ইতিহাসে এই প্রথম অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হবে না। কামাখ্যা মন্দির খুললে ভক্ত সমাগম যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সেটা বুঝেছে মন্দির কর্তৃপক্ষ। আর এই মুহূর্তে অসমের করোনা সংক্রমিতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। ফলে কোনও ঝুঁকি নিতে রাজি নয় কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, অসমে করোনা পরিস্থিতি বিচার করে এখনই মন্দির প্রাঙ্গন না খোলার সিদ্ধান্ত নিয়েছে কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ। ৩০ জুন পর্যন্ত মন্দির বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। মন্দির বন্ধ থাকার কারণে এই বছর বার্ষিক অম্বুবাচী মেলাও অনুষ্ঠিত হতে পারবে না। স্থানীয় ভক্তদের আশা ছিল, দেশ দেশান্তর থেকে ভক্তদের সমাগম না হলেও মন্দিরে পুজোর আয়োজন করা যাবে। সেই আশায় জল ঢেলে মন্দির কর্তৃপক্ষ জানায়, ৩০ জুন পর্যন্ত কোনও ভক্তকেই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এই প্রথম অনুষ্ঠিত হবে না কামাখ্যা মন্দিরের বিখ্যাত অম্বুবাচী মেলা। গোটা দেশ থেকে ভক্তের ঢল নামে মন্দির প্রাঙ্গনে। ২২ জুন থেকে অম্বুবাচী মেলা শুরু হওয়ার কথা ছিল। কথিত আছে তখন নাকি দেবী ঋতুমতী হন। অসমে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৯০। তার মধ্যে বেশিরভাগই বাইরের রাজ্য এবং বিদেশ থেকে ফেরা মানুষজন এবং পরিযায়ী শ্রমিক।