জেলা

কল্যাণী এইমসে চিকিৎসা শুরু

অবশেষে এই মাসেই চালু হতে চলেছে নদিয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস–এর বহির্বিভাগ। আপাতত ছোট আকারে হলেও এই মাসেই বহির্বিভাগ চালু করা যাবে বলে আশাবাদী এইমস কর্তৃপক্ষ। আর আগামী এপ্রিলে বহির্বিভাগ সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। রোগী ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারে সেপ্টেম্বর মাস থেকে। রাজ্যের মানুষের কাছেও সুখবর।
কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং জানান, ‘‌আমরা চাইছি, এই মাসেই ছোট আকারে হলেও বহির্বিভাগ চালু করে দিতে। যদিও ঠিক কবে থেকে বহির্বিভাগ চালু করা হচ্ছে, তা কিন্তু এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। কারণ, কিছু প্রস্তুতি এখনও বাকি।’‌
উল্লেখ্য, ২০১৫ সালের ৭ অক্টোবর প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় কেন্দ্রীয় সরকার বাংলায় এইমস তৈরির অনুমোদন দেয়। যদিও কোথায় তা তৈরি হবে, সেই প্রশ্ন উঠতেই অধিকাংশের মত ছিল, ডা: বিধানচন্দ্র রায়ের স্বপ্নের নগরী কল্যাণীতেই তৈরি হোক এইমস। অন্য পক্ষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস করার জন্য চেষ্টা চালিয়ে যান। অবশেষে রাজনৈতিক দড়ি টানাটানির খেলায় জয় হয় কল্যাণীরই। শুরু হয়ে যায় কল্যাণীতে এইমস তৈরির জন্য জমির খোঁজ। কল্যাণীর বসন্তপুরে মোট ১৭৯.৬ একর জমিতে এইমস তৈরির সরকারি সিলমোহর পড়ে।
আপাতত ৯৬০টি শয্যার লক্ষ্যমাত্রা রয়েছে নবনির্মিত এইমসের। ভবনের কাজ অনেকটাই এগিয়ে যাওয়ায় নতুন বছরের প্রথম মাসেই ছোট আকারে হলেও বহির্বিভাগ চালু করার উদ্যোগ নিয়েছে এইমস কর্তৃপক্ষ। আর সেপ্টেম্বর মাসে অন্তর্বিভাগ অর্থাৎ রোগী ভর্তির প্রক্রিয়া শুরু করে দিতে চাইছেন তাঁরা।