রাজ্য

অষ্টম দফায় অগ্নিগর্ভ মানিকতলা

ভোট–অষ্টমীতে অগ্নিগর্ভ হয়ে উঠল মানিকতলা বিধানসভা এলাকা। মারধর থেকে শুরু করে বোমাবাজিতে অশান্তির শেষ রইল না। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর হুমকি তপ্ত করে তুলল ভোটের পরিবেশ। তুমুল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তাঁকে লাথি মারা হয়েছে বলে অভিযোগ। আবার কল্যাণ চৌবের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ তুলেছে তৃণমূল। মারধর করা হয়েছে মহিলা কর্মীদের, অভিযোগ সাধন পাণ্ডের।
স্থানীয় সূত্রে খবর, মানিকতলার রামকৃ্ষ্ণ সমাধি এলাকায় নিউ ন্যাশনাল হাইস্কুলের বুথে অশান্তি শুরু হয়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজনা বেড়ে যায়। এরপর অশান্তির খবর পেয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ফুলবাগান সংলগ্ন এলাকায় যেতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী–সমর্থকরা। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে গেলে তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। কল্যাণ চৌবেকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে লাথিও মারা হয়েছে। ছিঁড়ে দেওয়া হয় পুলিশের উর্দি।
তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল ওই এলাকায়। বিজেপি প্রার্থী এলাকায় গিয়ে উত্তেজনা তৈরি করে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। তার সামনেও চলে তুমুল অশান্তি। সাধন পাণ্ডের অভিযোগ, তৃণমূলের মহিলা কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। গলা টিপে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের সকালে ধুন্ধুমার মানিকতলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম অবস্থা পুলিশের।