ব্রেকিং নিউজ রাজ্য

ডিভিশন বেঞ্চেও ধাক্কা ‘কালীঘাটের কাকু’র

এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর কোনওরকম হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

বুধবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘কালীঘাটের কাকুর’ কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়ার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে ডিভিশন বেঞ্চে গিয়েও ‘কালীঘাটের কাকু’র কোনও সুরাহা মিলল না।

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে চার মাসের টানাপড়েনের শেষে গত বুধবারই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। ওইদিন রাত ৯টা নাগাদ ফাইভ জি অ্যাম্বুল্যান্সে করে সুজয়কৃষ্ণ ভদ্রকে সিআরপিএফ জওয়ানের নিরাপত্তায় জোকা হাসপাতালে নিয়ে যায় ইডি। প্রথমে কাকুর শারীরিক পরীক্ষা করা হয়। তারপরেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা। এরপর এদিন দুপুরেই তাঁর গলার নমুনা সংগ্রহের জন্য ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়।

সুজয়কৃষ্ণ ভদ্রর কন্ঠস্বরের নমুনা নিতে কেন দেরি হচ্ছে তা নিয়ে এর আগে উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আদালতে ইডির অভিযোগ, এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষর অসহযোগিতার জন্যই তাঁরা কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে পারছেন না।