রাজ্য লিড নিউজ

আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কালীঘাটে

বৃহস্পতিবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়াল কালীঘাটে। এদিন দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা হয় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা।

এদিন, কালীঘাট মেট্রো স্টেশনের ১ নম্বর গেট দিয়ে বাইরে বের হয়ে হাজরা মোড়়ের কাছে পৌঁছে যান তাঁরা। এক সঙ্গে এতজন চাকরিপ্রার্থীকে দেখে রীতিমতো হকচকিয়ে যান হাজরা মোড়ের ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা কর্মীরা। রীতিমতো দৌড়তে শুরু করেন তাঁরা। যার জেরে রীতিমতো তোলপাড় পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে। কয়েকজন চাকরিপ্রার্থী দৌড়ে হাজরা মোড় থেকে একটি ট্রাফিক সিগন্যাল পর্যন্ত চলে যান। পরে তাঁদেরকে ধরে টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলেন পুলিশ কর্মীরা।বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আন্দোলনকারীরা জানান, আপার প্রাইমারি শিক্ষকদের মোট শূন্যপদ ১৪ হাজার ৩৪৯, এর মধ্যে ১৩ হাজার ৩৩৪ জন মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও আজও তাঁরা চাকরি থেকে বঞ্চিত। এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েই তাঁদের এই অভিযান।