কালীপুজো উপলক্ষে বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৪ অক্টোবর ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে ৭২টি মেট্রো চলবে। আর ২৫ অক্টোবর অর্থাৎ দিওয়ালির দিন এই রুটে চলবে ৯০টি মেট্রো।
মেট্রো রেল সূত্রে জানা গেছে, ২৪ অক্টোবর আপ এবং ডাউন মিলিয়ে ইস্ট ওয়েস্ট করিডরে মোট ৩৬টি করে মেট্রো চলবে। এদিন শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো পরিষেবা মিলবে সকাল ৭টা বেজে ৫৫ মিনিটে। অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা ৭টা বেজে ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। ওই দিন ২০ মিনিট অন্তর মেট্রো মিলবে পরিষেবা।
অন্যদিকে দিওয়ালি উপলক্ষে ইস্ট-ওয়েস্ট রুটে মোট ৯০টি মেট্রো চলবে। আপ এবং ডাউন লাইনে চলবে ৪৫টি মেট্রো। এই রুটেও ২০ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। ২৪ অক্টোবর শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা বেজে ৩৫ মিনিটে। অপরদিকে সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা বেজে ৪০ মিনিটে।