রাজ্য লিড নিউজ

ফের অসুস্থ কালীঘাটের কাকু, ভর্তি এসএসকেএমে

ফের অসুস্থ হয়ে পড়লেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার গভীর রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে ইডি তল্লাশি নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান সুজয়কৃষ্ণ ভদ্র। সাংবাদিকদের তীব্র ভর্ৎসনা করেন।

এদিন হাসপাতালে ঢোকার মুখে ইডি তল্লাশি নিয়ে প্রশ্ন করা হয় সুজয়কৃষ্ণকে। সেখানেই মেজাজ হারান তিনি। সাংবাদিকদের বলেন, “তোদের বাপের কী!” প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুকে ব্যথা নিয়ে এসএসকেএমে ভর্তি করা হয়েছে কালীঘাটের কাকুকে।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন কালীঘাটের কাকু। তার কিছুদিনের মধ্যেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। সেই সময় প্যারোলে ছাড়া পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। তারপর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় এসএসকেএমে। পরবর্তীতে তাঁর চিকিৎসা নিয়ে বিস্তর জলঘোলা হয়।

হার্টের পরিস্থিতি ভাল না হওয়ায় অস্ত্রোপচার জরুরি ছিল। এদিকে এসএসকেএমে অপারেশনে রাজি ছিলেন না কালীঘাটের কাকু। তিনি বারবার বেসরকারি হাসপাতালে চিকিৎসার আবেদন করে আদালতে। তার প্রতিবাদ করে ইডি। শেষে বেসরকারি হাসপাতালেই হয় অস্ত্রোপচার।

মঙ্গলবারই অস্ত্রোপচারের পর জেলে ফিরেছিলেন কালীঘাটের কাকু। সন্ধেয় ফের শুরু হয় বুকে ব্যথা। রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। বর্তমানে আইসিইউ-তে রয়েছেন তিনি।