হঠাৎ দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে অজয় দেবগণ এবং কাজলের কন্যা নাইসা দেবগণ। কোনো বিতর্ক নয়, এবার এই তারকা সন্তানের প্রতিভায় মুগ্ধ দর্শকরা। নাইসার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। সম্ভবত বিদ্যালয়ের কোনো একটি অনুষ্ঠানে নাচের দৃশ্য এটি। নাইসার সঙ্গে রয়েছেন তার সঙ্গীরাও। নাচের জন্য বেছে নেয়া হয়েছে বলিউডের গানকে।
মা কাজলের ছবির ‘বোলে চুড়িয়া’ এবং ‘তেরে নয়না’ গানের তালে পা মিলিয়েছেন নাইসা। এ ছাড়াও কারিনা কাপুরের ‘জব উই মেট’ ছবির গানেও নেচেছেন তিনি। বলিউডে ৩ যুগের বেশি সময় কাটিয়ে ফেলেছেন নাইসার মা-বাবা। নাইসার বয়স মাত্র ১৭। বলিউডে পা না রেখেও, বার বার শিরোনামে উঠে এসেছেন নাইসা। কখনো ছোট পোশাক, কখনো বা অন্য কারণে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে বাবা অজয়ের কাছ থেকে চুপ করে থাকার শিক্ষা নিয়েছেন নাইসা। তিনি মনে করেন, তার যেকোনো পদক্ষেপের প্রভাব পড়তে পারে কাজল এবং অজয়ের জীবনে। তবে দর্শকরা মুগ্ধ নাইসার নাচ দেখে। তারকা সন্তানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা।