নতুন বছরের শুরুতে অনুরাগীদের কাছে কাজল এবার ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন। এবার তিনি ওডিশি নৃত্যশিল্পীর ভূমিকায়। সৌজন্যে ‘ত্রিভঙ্গ’। ছবির টিজার নতুন বছরের শুরুতে প্রকাশ্যে এসেছে। আগামী ১৫ জানুয়ারি OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ এই ছবি মুক্তি পাবে।
রেণুকা সাহানে পরিচালিত এই ছবিতে কাজল ছাড়াও দেখা যাবে তনভি আজমি, মিথিলা পালকর-কে। ‘ত্রিভঙ্গ’ ছবিতে অনু, নয়ন, মাশা নামে তিন ভিন্ন বয়সের নারী জীবনের গল্প উঠে আসবে। সম্পর্কের জটিলতার কথা গল্পে উঠে আসবে। ছবির টিজারে কাজলকে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে দেখা গেল। ছবির পরিচালক রেণুকা সাহানে লিখেছেন, ”প্রিয় কাজল, তানভি, মিথিলা নাকি আনু, নয়ন, মাশা আমি কী বলে ডাকব। এরা রক্ত, মাংস, দুর্বলতা, শক্তি, অশ্রু ও হাসি দিয়ে চরিত্রগুলিকে আমার কল্পনার থেকেও বেশি বাস্তব করে তুলেছে। ত্রিভঙ্গর হৃদয়, আত্মার সঙ্গে জুড়ে যাওয়ার জন্য কাজল, তনভি, মিথিলাকে ধন্যবাদ।” কাজল ছবির টিজারটি টুইটারে শেয়ার করেছেন।