সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডলের গাড়ির উপর হামলা নিয়ে কলকাতা থেকে সরাসরি অমিত শাহকে ফোন করলেন কৈলাস বিজয়বর্গীয়। এমনকী এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপি’র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কৈলাস বিজয়বর্গীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। এই ঘটনা তারই প্রমাণ।
শনিবারের হামলার কয়েকদিন আগে ডায়মন্ডহারবার যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ের উপর হামলার সমতুল্য বলে মনে করছে রাজ্য বিজেপি। এই দুটি ঘটনাকে তুলে ধরে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগকে আরও জোরদার করতে চাইলেন কৈলাস। স্বরাষ্ট্রমন্ত্রীকে সার্বিক রিপোর্ট ফোনেই দেন বলেই সূত্রের খবর।
উল্লেখ্য, সাংসদ সুনীল মণ্ডলের গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় বিজেপি’র হেস্টিংস অফিস চত্বরে। তৃণমূল–বিজেপি, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। যার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ধুন্ধুমার বাধে এলাকায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
