এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জ্যোতির্ময়ী শিকদার। কারণ তিনি বাম থেকে রামে গেলেন। মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে পদ্ম শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত আসার পরেই রাজ্য বিজেপি’র সদর দপ্তরে গিয়ে কাস্তে–হাতুড়ি–তারার পরিবর্তে পদ্ম তুলে নিলেন প্রাক্তন সাংসদ।
পরিচিত হয়েছিলেন একজন অ্যাথলিট হিসাবে। তারপর রাজনীতির আঙিনায়। দীর্ঘ সময় রাজনীতিতে থাকার পর কিছুটা লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন তিনি। তিনি ফিরলেন। তবে একবারে উল্টো মেরুর রাজনীতিতে। রাজনৈতিক মহলে জ্যোতির্ময়ী শিকদার বিজেপিতে আসায় এখন সরগরম রাজ্য–রাজনীতি। বিজেপি সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হবে।
জ্যোতির্ময়ী শিকদারের দেশব্যাপী পরিচিত একজন ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে। সফল ক্রীড়াব্যক্তিত্বদের তালিকায় অন্যতম জ্যোতির্ময়ী শিকদার। নদিয়ার প্রত্যন্ত গ্রাম দেবগ্রামে জন্মেও বিশ্বের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দাপিয়ে বেড়িয়েছেন এই অলিম্পিয়ান। ১৯৯৫ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটারে সোনা জেতেন। ১৯৯৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে জোড়া সোনা জেতেন। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জেতেন জোড়া ব্রোঞ্জ পদক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজীব খেলরত্ন, পদ্মশ্রী এবং অর্জুন সন্মানে সন্মানিত হন জ্যোতির্ময়ী। তৎকালীন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। তখন অবসর নেওয়ার পর সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ২০০৪ সালে কৃষ্ণনগর থেকে জিতে সাংসদ হন তিনি।