দেশ লিড নিউজ

উপনির্বাচনে ‘হাত’ চিহ্নে ভোট দিতে বললেন সিন্ধিয়া

এবার পুরোপুরি সেমসাইড গোল খেল বিজেপি। তাও আবার কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছ থেকে। উপনির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসের জন্য ভোট চেয়ে বসলেন বিজেপি’‌র এই হেভিওয়েট নেতা। তাঁর ভোটপ্রচারের সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পুরনো দলের জন্য ভোট চেয়ে রীতিমতো ট্রোলড হয়েছেন তিনি। সেই ভিডিওকে হাতিয়ার করে সিন্ধিয়াকে বিদ্রূপ করেছে কংগ্রেসও।
হাতে আর দু’‌দিন বাকি। তারপরই ৩ নভেম্বর মধ্যপ্রদেশের একাধিক বিধানসভা আসনে উপনির্বাচন। বিজেপি বনাম কংগ্রেসের জোর লড়াই হবে এখানে। কংগ্রেসকে মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরতে হলে এই ২৮টি আসনে জিততে হবে। আবার বিজেপি’‌র শিবরাজ সিং চৌহানকে গদি বাঁচাতে এই আসনগুলি ধরে রাখতেই হবে। ফলে এই মরণ–বাঁচন নির্বাচনী লড়াইয়ের আগে জোরকদমে প্রচার চলছে। সেখানেই এক প্রচারে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা সিন্ধিয়া। তবে এই মন্তব্য করে নাকি তিনি ফের কংগ্রেসে ফেরার রাস্তা তৈরি করে রাখলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ডাবরায় বিজেপি নেত্রী ইমারতি দেবীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আমজনতার কাছে ভোট চাইতে গিয়ে তিনি বলেন, ‘‌ডাবরার প্রিয় জনতা প্রতিশ্রুতি দিন, ৩ নভেম্বর আপনারা হাত চিহ্নেই ভোট দেবেন।’‌ যদিও মুহুর্তের মধ্যে নিজের ভুল শুধরে নেন এই জনপ্রিয় রাজনীতিবিদ। তারপর বলেন, ‘‌৩ নভেম্বর পদ্ম চিহ্নে ভোট দিয়ে হাত–কে মধ্যপ্রদেশ থেকে একেবারে মুছে ফেলবেন। কথা দিন প্রিয় জনতা।’‌ কিন্তু এই ড্যামেজ কন্ট্রোল করা কঠিন বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রদেশ কংগ্রেস সিন্ধিয়ার ভিডিও টুইট করে লিখেছে, মধ্যপ্রদেশের মানুষ আপনাকে কথা দিচ্ছে, ৩ নভেম্বর তাঁরা হাত চিহ্নেই ভোট দেবেন।