এবার দিলীপের ভাষাতেই আক্রমণ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বেলাগাম ভাষায় তিনি বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করলেন। কেচ্ছা–কেলেঙ্কারি আর দুর্নীতির অভিযোগে কার্যত তুলোধনা করলেন বিজেপি’র রাজ্য সভাপতিকে। কালীপুজোর সন্ধ্যায় নিউটাউনের গৌরাঙ্গনগরের নিবেদিতা পল্লিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে গৃহহীন হয়ে পড়ে ৩৭টি পরিবার। এইসব পরিবারগুলির হাতে ৩৫ হাজার টাকা করে চেক তুলে দেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
সেখানেই দিলীপ ঘোষকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বলেন, ‘দিলীপের কথা একদম ধরবেন না। দিলীপের শিক্ষাগত যোগ্যতা ক্লাস–টু পাস। দিলীপ ঘোষ ভালো করে কিছুই জানে না। মাঝে মাঝে এই অমিত শাঙ আসছে, নাড্ডা আসছে, আর তাঁদের একটা করে ম্যাপ দেখাচ্ছে। পশ্চিমবঙ্গে মোট ৭৭ হাজার বুথ। তার মধ্যে ১০ হাজার বুথেও বিজেপি এজেন্ট দিতে পারবে না। আর এই জেলায় তো বিজেপি ৩৩–০ হবে। এখানে সবকটাকে ঘোল খাইয়ে হারিয়ে দেব।’
জ্যোতিপ্রিয়র কথায়, ২০২১ সালের মে মাসের পর, যতগুলো বিজেপি নেতা আছে, সব জেলে ঢুকবে। এদের সব কেচ্ছা–কেলেঙ্কারিতে ভর্তি। মুখে আনতেও লজ্জা লাগছে। মহিলাঘটিত মামলা থেকে টাকা চুরি সবই আছে। ওদের দলের প্রতিটি লোকই নোংরা। চিটিংবাজ টাইপের মানসিকতা। বাংলাদেশ থেকে অস্ত্র আমদানি করছে বিজেপি। দিল্লিতে সব ব্যবসায়ীদের ধরে ধরে নিয়ে গিয়ে তাঁদের দিয়ে কুকর্ম করাচ্ছেন। তাঁদের কাছ থেকে টাকা নিচ্ছেন। বিনিময়ে তাঁদের কাজ করিয়ে দিচ্ছেন। এই হল দিলীপের ব্যবসা।
