ব্রেকিং নিউজ রাজ্য

আরও ৭ দিন জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের নির্দেশ

মিলল না জামিন। রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে। সোমবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আদালত ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়।

সূত্রের খবর, আগামী ১৩ নভেম্বর ফের কোর্টে পেশ করা হবে মন্ত্রীকে। সোমবারই ছিল ইডি হেফাজতের শেষদিন। এদিন আলিপুর কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর আদালতে পেশ করা হয় মন্ত্রীকে। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় জ্যোতিপ্রিয় বলেন, “ভালো নেই আমি। যা করেছে এরা অন্যায়, অনৈতিক কাজ করেছে। কোর্ট আমাকে নিশ্চয়ই মুক্তি দেবে। আমি নির্দোষ।”

কিন্তু দিন শেষে দেখা গেল, এদিন আদালতে জামিনই চাননি মন্ত্রী। সওয়াল শেষে জ্যোতিপ্রিয় মল্লিককে আরও ৭ দিন ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।