দুবছর আগে টম ক্রুজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জাস্টিন বিবার হাসির পাত্র হয়েছিলেন। এবছর এই পপ তারকা আবার টম ক্রুজকে চ্যালেঞ্জ ছুড়েছেন। ২০১৯-এ টম ক্রুজের সঙ্গে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করে একটি টুইট করেছিলেন জাস্টিন বিবার। আচমকাই এমন একটি টুইট করে সবাইকে চমকে দিয়েছিল। কেন লড়াই করতে চান বিবার, সে বিষয়ে কিছুই বলেননি। সব মিলিয়ে সবাই রীতিমতো ধাঁধায় পড়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে অনেক ট্রলও হয়েছিল।‘এনিওয়ান’ এর নতুন মিউজিক ভিডিও প্রকাশ করার পর জাস্টিন বিবার একটি সাদা-কালো ছবি প্রকাশ করেছেন যেখানে তাকে বক্সিং শর্টস পরে থাকতে দেখা গেছে। ইনস্টাগ্রামে এই ছবিটি প্রকাশ করে ক্যাপশনে বিবার লিখেছেন, ‘টম ক্রুজ অন টোস্ট।’
বিবারের মজার এই পোস্টে টম ক্রুজ কোনো প্রতিক্রিয়া না জানালেও ডোয়াইন জনসন, বক্সার লোগান পল সহ অনেক তারকাই মজার কমেন্ট করেছেন।