এসএসসি গ্রুপ ডি নিয়োগে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওএমআর শিট বিকৃত করে নিয়োগ পাওয়া ২৮২০ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি। বৃহস্পতিবার আদালতে ওএমআর শিট বিকৃত করে চাকরি পাওয়ার অভিযোগ নিয়ে মামলার শুনানি ছিল। সেই মামলায় বিচারপতি মোট নিয়োগের সংখ্যা জানতে চান। এসএসসি জানায়, ৬৮৯৯ জনকে গ্রুপ ডি-তে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর সুপারিশ নিয়ে জানতে চাওয়া হয়। সেই সময়েই ২৮২০ সংখ্যা উঠে আসে। এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এঁদের চাকরি বাতিল করতে হবে।
তবে, এখানেই শেষ নয়। স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছেন, এই ২৮২০ জনের নাম, বাবার নাম, ঠিকানা-সহ পূর্ণাঙ্গ তালিকা শুক্রবারের মধ্যে এসএসসির ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে। এ ব্যাপারে কোনও ঢিলেমি চলবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। হলফনামা জমা দেওয়ার ৫ মিনিটের মধ্যে আপলোড করার এবং সুপারিশ পত্র প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হবে। তার ৫ মিনিটের মধ্যে নিয়োগ পত্র প্রত্যাহার করবে মধ্যশিক্ষা পর্ষদ। সেই নির্দেশও আগামিকাল দেওয়া হবে বলে খবর।