সত্তরের দশকে মার্কিন গায়ক বিল উইথার্স ‘ইউজ মি’, ‘লিন অন মি’, ‘লাভলি ডে’, ‘জাস্ট দ্য টু অব আস’, ‘গ্র্যান্ডমাস হ্যান্ড’ গান দিয়ে ভক্তদের হৃদয় জয় করেছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় এ গায়ক। জানা গেছে, গত ৩০ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে বিল উইথার্সের মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর।
তার মৃত্যুতে মার্কিন সংগীততারকা চান্স দ্য র্যাপার লিখেছেন, কবিতা আর গান দিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলতেন। একজন স্বচ্ছ, সরল মনের মানুষ ছিলেন। তিনি আমাদের ছেড়ে গেলেন, রেখে গেলেন অমর কিছু গান। এই বিশ্ব তাকে শ্রদ্ধা আর ভালোবাসায় মনে রাখবে।
বিল উইথার্সের প্রথম অ্যালবাম ‘জাস্ট অ্যাজ আই’ ১৯৭০ সালে মুক্তি পায়। এই অ্যালবামের ‘এইন্ট নো সানসাইন’ গানের জন্য ১৯৭১ সালে প্রথম গ্র্যামি জয় করেন তিনি। তার সর্বশেষ অ্যালবাম ‘ওয়াচিং ইউ, ওয়াচিং মি’ ১৯৮৫ সালে মুক্তি পায়। এরপর বিল উইথার্স আর কোনো নতুন গান রেকর্ড করেননি। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন।