জেলা ব্রেকিং নিউজ

Tornado Strom: মাত্র ৩০ সেকেন্ডের টর্নেডো ঝড়ে লন্ডভন্ড সন্দেশখালি

বাংলা-বাংলাদেশ-ওড়িশা উপকূলে ঘনীভূত গভীর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি চলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এরই মাঝে মধ্যে ৩০ সেকেন্ডের টর্নেডো ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সুন্দরবনের সন্দেশখালি।

শুক্রবার বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া আগারহাটি গ্রামে টর্নেডোর জেরে প্রায় পাঁচ শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি।

ঝড়ের পর ঘটনাস্থলে যান তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। জানা গেছে, বেশিরভাগ বাড়ির টিনের চাল উড়ে গেছে। গাছ উপড়ে পড়েছে। পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা।

যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়। প্রায় ২০০০ ক্ষতিগ্রস্ত পুরুষ-মহিলা-শিশুকে ফুলবাড়ীতে আশ্রয় দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। শিশুদের শুকনো খাবার, গুঁড়ো দুধ, বিস্কুট, বড়দের খিচুড়ি ও ভাতের ব্যবস্থা করা হয়। অন্যদিকে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে ত্রিপল দিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত কর্মীরা এলাকা পরিদর্শন করে যাওয়ার পর গোটা ঘটনার কথা জানান সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিওকে। আপাতত সরকারি সাহায্যের আশায় রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।