আন্তর্জাতিক খেলাধুলা ব্রেকিং নিউজ

লিভারপুলের দায়িত্ব ছাড়ছেন অভিজ্ঞ জার্মান কোচ ইয়ুর্গেন

চলতি মরশুমের শেষেই লিভারপুলের দায়িত্ব ছাড়বেন এই অভিজ্ঞ জার্মান কোচ। একটি সাক্ষাৎকারে এমন কথা নিজের মুখেই জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ।

৫৬ বছরের জার্মান কোচ সাক্ষাৎকারে বলেছেন, “এই ক্লাবের সবকিছুই আমার প্রিয়। আমি এই শহরের প্রতিটা জিনিস আমার প্রিয়। সমর্থকদের সবকিছু আমার প্রিয়। আমি লিভারপুল দল ও তার সদস্যদের ভালোবাসি। এরপরও এমন সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। তবে নিজের সিদ্ধান্তকে সঠিক বলেই মনে হয়েছে। আসলে আমার প্রাণশক্তি ফুরিয়ে আসছে। ক্লাবের সঙ্গে আমার কোনও সমস্যা নেই। তবে আমি জানতাম, একসময় না একসময় আমাকে এই কঠিন সিদ্ধান্তটি নিতে হবে। আমি এখন ভালো আছি। কিন্তু এটাও জানি, এই কাজটা আর দিনের পর দিন আমি করে যেতে পারব না।”

উল্লেখ্য, ক্লপ লিভারপুলকে শুধু শিরোপাই জেতাননি, বরং আলাদা এক ফুটবল–দর্শনও নিয়ে এসেছেন। কিন্তু সব ভালো কিছুরই নাকি কখনো না কখনো শেষ হতে হয়। সেই নিয়ম মেনে এবার শেষ হচ্ছে লিভারপুলে ক্লপ অধ্যায়ও। এই মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন জার্মান এই কোচ। তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৬ পর্যন্ত।