জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় কর্ম বিরতির জের! ফলে নাজেহাল অবস্থা রাজ্যের সাধারণ মানুষের। এবার সিনিয়রদের পরামর্শ মেনে কর্মবিরতি কি প্রত্যাহার করতে পারেন জুনিয়র চিকিৎসকেরা?
আন্দোলন কোন দিকে এগোবে, ভবিষ্যৎ কর্মসূচি কী হবে, তা নিশ্চিত করতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা জেনারেল বডির বৈঠক হয়েছে। সেই বৈঠকের আলোচনার কী নিশ্চিত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও, সূত্রের দাবি বৈঠকে সিনিয়রদের পরামর্শ মেনে কর্ম বিরতি তুলে নেওয়ার আভাস দিয়েছে জুনিয়র চিকিৎসকরা।