রাজ্য লিড নিউজ

আজ লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা

RG Kar হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল রাজ্য সহ গোটা দেশ। এই অভিযোগে প্রতিবাদের ঝড় বইছে রাজ্য রাজনীতিতে। সব রাজনৈতিক দলই পথে নেমেছে। ফাঁসির দাবি, বিচার চাই এবং উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শোনা যাচ্ছে সকলের মুখে।

টানা ২৩ দিন ধরে চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। এই ঘটনার তদন্তে পুলিশি ব্যর্থতার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। RG Kar -এর ঘটনার তদন্তে পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আজ লালবাজার অভিযানের ডাক দেয় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে ১৪ আগস্ট RG Kar -এ বহিরাগতদের হামলার ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলছেন তাঁরা।

আজ বেলা ২ টো নাগাদ কলেজ স্কোয়ার থেকে লালবাজারের দিকে মিছিল করে যাওয়ার কথা জানানো হয়েছে আন্দোলনকারী ডাক্তারদের তরফে।

মূলত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ সহ কয়েকটি দাবিতে এই অভিযান। অপরদিকে ৩ সেপ্টেম্বর বাংলার সব সরকারি–বেসরকারি এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেনডাউন করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলাকালীন রোগী ভোগান্তিতে রাশ টানতে তাই আরজি করের আন্দোলনকারীরা শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু করেন। প্রায় শ’তিনেক রোগী পরিষেবা প্রথম দিনেই পেয়েছিলেন সেখান থেকে।