উৎসবের মরশুমেও দশ দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। ষষ্ঠীর সকালেও আরজি করের নির্যাতিতার স্মৃতিতে একাধিক কর্মসূচি রয়েছে৷ আরজি করের ঘটনায় তীব্র প্রতিবাদে সামিল হয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজে অভয়ার স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুপুর ২ টো নাগাদ ধর্মতলায় ধরনা মঞ্চ থেকে শুরু হবে তাঁদের পুজো পরিক্রমা।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়েছে, মোট ১২ টা প্যান্ডেলে যাবেন পড়ুয়া চিকিৎসকেরা। তার মধ্যে রয়েছে মুদিয়ালি, কালীঘাট, এন্টালির মতো প্যান্ডেলগুলি। জানা গিয়েছে, মণ্ডপে মণ্ডপে ১০ দফা দাবি উল্লেখিত লিফলেট বিলি করবেন তাঁরা৷