RG Kar কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাশ টানতে আয়োজিত বৈঠক আবারও ব্যর্থ হল। আন্দোলনকারীরা জানিয়েছেন, সব দাবি না মানা পর্যন্ত তাঁদের আন্দোলন ও কর্মবিরতি চলবে।
গত ৯ আগস্ট RG Kar হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য সহ গোটা দেশ। বিশেষ করে কলকাতায় তীব্র আন্দোলন গড়ে তুলেছেন জুনিয়র ডাক্তাররা।
আন্দোলন অবসানের পথ খুঁজে পেতে আলোচনার জন্য গতকাল জুনিয়র ডাক্তারদের ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল নবান্ন সভাঘরে বৈঠক করে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ও টাস্কফোর্সের কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে বৈঠক চলে।
বৈঠক শেষে গভীর রাতে সাংবাদিক সম্মেলন করেন আন্দোলনকারীরা। সেখানে তাঁরা বলেন, দাবিদাওয়া মেনে নেওয়ার কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়ায় তাঁদের কর্মবিরতি ও আন্দোলন চলবে। তাঁরা সম্মানজনকভাবে কর্মবিরতি তুলে নিতে চান, কিন্তু সরকার তা না মানায় তাঁরা তাঁদের আন্দোলন জারি থাকছে, চলবে কর্মবিরতি।
এর আগে জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে জুনিয়র ডাক্তারদের দাবি অনুযায়ী কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ) অভিষেক গুপ্ত, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা দেবাশীষ হালদার এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে অপসারণ করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
কিন্তু আন্দোলনকারীরা এখন রাজ্যের স্বাস্থ্যসচিবের পদত্যাগ, জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা বিশ্রামের ঘর, শৌচাগার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা জোরদার করা, প্রতিটি অনকল রুমে ‘প্যানিক বাটন’ স্থাপন, নারী নিরাপত্তাকর্মী নিয়োগসহ আরও বেশ কিছু দাবি তুলেছেন।
এদিকে গত মঙ্গলবার RG Kar ধর্ষণ-হত্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে চতুর্থ দফার শুনানি হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন এই ডিভিশন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর।