নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে উত্তরাখণ্ডের জঙ্গলের আগুন। গত ২৪ ঘন্টায় ৪৫টি নতুন এলাকার জঙ্গলে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। তার জেরে ৬৩ হেক্টর এলাকার জঙ্গল পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত আগুন মোকাবিলায় কেন্দ্রের সাহায্য প্রার্থনা করেছেন। পরিস্থিতি উদ্বেগজনক। তাই কেন্দ্রের তরফ হেলিকপ্টার এবং এনডিআরএফ জওয়ানদের উত্তরাখণ্ডে পাঠানো হয়েছে। করবেট ন্যাশনাল পার্কের জঙ্গলেও আগুন লাগার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই উত্তরাখণ্ডের প্রশাসন চিন্তায় পড়েছে।
সাবল্দে, হলদুয়া ও কাশিপুরের রেঞ্জের জঙ্গল পুড়ে ছাই হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই সব এলাকা করবেট ন্যাশনাল পার্কের পার্শ্ববর্তী। উত্তরাখণ্ডের মন্ত্রী হরক সিং রাওয়াত জানিয়েছেন, রাজ্যের ৯৬৪টি জঙ্গলে কম–বেশি আগুন ছড়িয়ে পড়েছে। তাই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কেন্দ্রের তরফে এবার হেলিকপ্টারের মাধ্যমে জঙ্গলের আগুন নেভানোর চেষ্টা করা হবে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ১২ হাজার বন দফতরের কর্মী দিন–রাত চেষ্টা চালাচ্ছেন।
বৈঠকে বন দপ্তরের আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বনদপ্তর জানিয়েছে, ২০২০ সালের পয়লা অক্টোবর মাসের পর ১৩৫৯ হেক্টর জমির জঙ্গলে ১০২৮ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। দেবদারু, পাইনসহ বহু প্রজাতির গাছ ইতিমধ্যে পুড়ে ছাই হয়েছে। এমনকি বন্যপ্রাণীদের ক্ষতিও চিন্তা বাড়িয়েছে উত্তরাখণ্ডের প্রশাসনের। গত কয়েকদিন ধরে হাজার চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না বন দফতরের কর্মীরা। উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন।