এবার আর রূপোলি পর্দায় নয়। রাজনীতির ময়দানে একমঞ্চে এলেন দু’জন। বিধানসভার তথ্য সংস্কৃতি সংক্রান্ত আইএনসিএ কমিটিতে এলেন তৃণমূলের দুই তারকা বিধায়ক। জায়গা করে নিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। তার মধ্যে রাজ আবার কমিটির দায়িত্বে রয়েছেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের মধ্যে যেহেতু রয়েছে ক্রীড়া ও যুব সংগঠন। সেটা নিয়েই বিশেষ আগ্রহ রয়েছে দু’জনের।
একুশের নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে জিতে এসেছেন রাজ চক্রবর্তী। চিত্র পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী ব্যস্ত থাকেন নিজের বিধানসভা কেন্দ্র নিয়ে। বিধায়ক হিসাবে তিনি বিধানসভার কমিটিতে থাকবেন। রাজ চক্রবর্তী জানান, গোটা রাজ্যের একাধিক জায়গায় আমরা দেখেছি প্রচুর সম্ভাবনা আছে এমন ছেলে মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। ক্রীড়া ক্ষেত্রের উন্নতি হলে সামাজিকভাবেও সমৃদ্ধ হওয়া যাবে। সেই চেষ্টাই করব।
মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। তিনি জানান, আমার বিধানসভা এলাকায় আদিবাসী ভাই বোনেরা খেলাধূলায় দক্ষ। কিন্তু সঠিক সময়ে প্রশিক্ষণ না পেলে তাঁরাও এগিয়ে যেতে পারে না। এই কমিটির মাধ্যমে আলোচনা করে আমরা এগোতে পারব সকলে। পরিকাঠামো বিকাশের পাশাপাশি ক্রীড়া ও তথ্য সংস্কৃতির মতো বিষয় মানুষের মননের সঙ্গে জুড়ে থাকে। সেই কাজটাই করতে চান তারকা বিধায়ক জুটি। বিধানসভায় রয়েছে ৪১ কমিটি।