রাজ্য

আলিপুর আদালতের বিচারক করোনায় আক্রান্ত

করোনা এবার বিচারকের এজলাসের দরজায় কড়া নাড়ল। তার জেরে করোনা আক্রান্ত হলেন আলিপুর জেলা আদালতের এক বিচারক। তাঁর নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট পজিটিভ এসেছে। এখন তিনি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। গত ২৮ মে তিনি আদালতে উপস্থিত ছিলেন। তখন কারা তাঁর সংস্পর্শে এসেছেন তা খোঁজ নেওয়া হচ্ছে বলে আদালত সূত্রে খবর।
এদিকে শর্তসাপেক্ষে ১১ জুন থেকে হাইকোর্ট খোলার কথা ঘোষণা হতেই শুরু হল স্যানিটাইজেশন। প্রধান বিচারপতির এজলাজ–সহ প্রত্যেকটি জায়গায় স্যানিটাইজারের কাজ চলছে। হেরিটেজ এই বিল্ডিংয়ে আগামী দু’‌দিন ধরে চলবে এই কাজ। আর অ্যাডভোকেট জেনারেল ও পিপির চেম্বারও স্যানিটাইজ করা হয়।
অন্যদিকে অনলাইন নয়, এজলাসে দাঁড়িয়ে মামলা শুনানি শুরু হচ্ছে কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট সূত্রে খবর, অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত রয়েছে বেশকিছু মামলা। সেইসব মামলাগুলির দু’‌পক্ষের আইনজীবী সম্মত হলে ফিজিক্যাল হিয়ারিং বা এজলাসে শুনানি করা হবে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে নতুন নিয়ম মেনে এজলাসে শুনানির বিস্তারিত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। এরপরের পর্যায়ে স্থির হবে সপ্তাহে ৩ দিন অন্তত কোর্ট করা যায় কি না।