খেলাধুলা ব্রেকিং নিউজ রাজ্য

চাকরি খোয়ালেন জুয়ান ফেরান্দো, বাগানের নতুন কোচ হাবাস

নতুন বছরের শুরুতেই চাকরি খোয়ালেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। তাঁর বদলে মোহনবাগানের নতুন কোচ হলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। ২০২১ সালে এই হাবাসের থেকে দায়িত্ব পেয়েছিলেন ফেরান্দো। আগামী সুপার কাপে নতুন কোচের প্রশিক্ষণে মাঠে নামবেন পেত্রাতোসরা।

শেষ কয়েকটি ম্যাচে বারবার মুখ থুবড়ে পড়েছে কলকাতার এই প্রধান ক্লাব। এএফসি কাপে ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে হজম করতে হয়েছে পাঁচ গোল। ইন্ডিয়ান সুপার লিগে গোয়ার বিরুদ্ধে হজম করতে হয়েছে চার গোল। এমনকি গত ম্যাচে হারের পর গ্যালারিতে গো ব্যাক ফেরান্দো স্লোগান তুলেছিল মোহন জনতা। প্রতি দিন চাপ বাড়ছিল মোহনবাগানের স্প্যানিশ কোচের উপর। সূত্রের খবর, তাঁকে ছেঁটে ফেলা হবে এই ইঙ্গিত পাওয়ার পর, মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন ফেরান্দো। ক্লাব কর্তাদের কাজটাও সহজ হয়ে যায়।