দেশ লিড নিউজ

এবার সোনিয়া গান্ধীকে চিঠি জেপি নাড্ডার

করোনা পরিস্থিতিতে রাজনীতি করছে কংগ্রেস। এই সংকটের মধ্যেও ভুয়ো খবর ছড়াচ্ছেন কিছু নেতা। এবার সোনিয়া গান্ধীকে চিঠি লিখে কংগ্রেসের ভুমিকা নিয়ে সরব হলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তবে, শুধু কংগ্রেসের সমালোচনাই করেছেন তেমনটা নয়। প্রশংসাও করেছেন। তাঁর দাবি, দেশের সংকটের পরিস্থিতিতে কিছু কিছু কংগ্রেস নেতা দুর্দান্ত কাজ করছেন।
কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে চিঠি লিখে নাড্ডা জানান, করোনা পরিস্থিতিতে কংগ্রেসের আচরণ আমাকে চমকে দিয়েছে। আপনার দলের কিছু নেতা মানুষকে সাহায্য করতে দুর্দান্ত কাজ করছে। কিন্তু তাঁদের পরিশ্রম ব্যর্থ হচ্ছে দলের প্রথমসারির কিছু নেতার ভুয়ো খবর ছড়ানোর জন্য। আশা ছিল, গোটা দেশ যখন মহামারীর বিরুদ্ধে লড়ছে, তখন অন্তত কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করে অকারণ আতঙ্ক ছড়ানো বন্ধ করবে। শুধুমাত্র রাজনীতির স্বার্থে পরস্পর বিরোধী আচরণ করা বন্ধ করবে। কিন্তু সেটা হল না।
বিজেপি সভাপতি কংগ্রেস সভানেত্রীর উদ্দেশে বলছেন, দেশের অনেক বিজেপি শাসিত রাজ্য সাধারণ মানুষের কথা ভেবে ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার বিশ্বাস আপনাদের অধীনে থাকা রাজ্যগুলির সরকারও গরীবদের জন্য ভাবে। আমাদের মতোই আপনাদের রাজ্যগুলিও বিনামুল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করবে।
নাড্ডার এই চিঠি বেশ তাৎপর্যপূর্ণ। আসলে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার আগে থেকেই সরকারকে বহুবার সতর্ক করেছিলেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় বারবার সরকারের সমালোচনা করছেন তিনি। তবে, করোনা আক্রান্ত রাহুলকে সেভাবে মাঠে নেমে কাজ করতে দেখা যায়নি। কংগ্রেসের নিচুস্তরের বহু নেতা অবশ্য মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তাঁদের এই ভুমিকাকেই কাঠগড়ায় তুললেন নাড্ডা বলে মনে করা হচ্ছে।